admin
05th Jul 2025 6:52 pm | অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক: অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বিশেষ শর্তে নিকট আত্মীয় ছাড়াও অঙ্গ দান করা যাবে। সোয়াপ ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে রক্তের গ্রুপ মিলে গেলে দুই রোগীর আত্মীয়দের মধ্যে অঙ্গ বিনিময় করা যাবে। অস্ত্রোপচার একই হাসপাতালে ও সময়ে করতে হবে।
সংশোধনীতে ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নি, সৎ ভাই-বোনকেও নিকট আত্মীয় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। তৈরি হচ্ছে জাতীয় তথ্যভাণ্ডার, যাতে অঙ্গ প্রতিস্থাপনে ৫-১০% ম্যাচিংয়ের হার বাড়বে।
মরণোত্তর অঙ্গদানে উৎসাহ দিতে ঘোষণাদানকারীদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সম্মান জানানো হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এতে করে দেশে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ বাড়বে এবং জীবন ফিরে পাবেন অনেক রোগী।
Array