
আন্তর্জাতিক ডেস্ক : অন্যবারের চেয়ে এবারের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন বেশি আলোচিত হয়েছে। নির্বাচনে উচ্চকক্ষ তথা সিনেট সংখ্যাধিক্য আসনে জিতেছে ট্রাম্পের রিপাবলিকান এবং নিম্নকক্ষ তথা কংগ্রেসের নিয়ন্ত্রণ গিয়েছে ডেমোক্র্যাটদের হাতে। মজার বিষয় হলো নির্বাচনে সফলতা দাবি করেছে দুই দলই।
ভোটের ফলের পর মঙ্গলবার অনুষ্ঠিত কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে ‘দারুণ সফল’ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ রাত দারুণ সফল, সকলকে ধন্যবাদ। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে তার দল রিপাবলিকান। তা সত্ত্বেও তিনি এমন দাবি করেন।
সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও ফ্লোরিডাসহ বেশ কয়েকটি আসনে অল্প ব্যবধানে জয় পেয়েছে রিপাবলিকান প্রার্থীরা। অপরদিকে ২০১০ সালের পর প্রথমবারের মত কংগ্রেসের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাট। একারণে নিবার্চনকে তারাও সফল বলে উল্লেখ করেছে। এছাড়া সিনেটের কয়েকটি আসনে অল্পের জন্য জয়বঞ্চিত হয়েছে বলেও জানিয়েছে তারা।
সিনেটে ট্রাম্পের দলের আধিক্যতার কারণে কোনো প্রস্তাব পাশ করতে তাকে খুব বেশি বেগ পেতে হবে না। তবে নিম্নকক্ষে প্রভাব না থাকায় কিছু কিছু ক্ষেত্রে তাকে বেগ পেতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আলোচিত মধ্যবর্তী নির্বাচনের মধ্যে এবারের নির্বাচন অন্যতম। অবৈধ অভিবাসী ইস্যুসহ বেশ কয়েকটি ইস্যুতে ট্রাম্পের ওপর ক্ষুদ্ধ ছিল দেশটির অভিবাসীরা। আর তার এই নীতির অনেকটা পক্ষে ছিলো প্রকৃত আমেরিকানরা। তবে যতই আলোচিত হোন না কেন নির্বাচনে খুব ভালোভাবেই বিপর্যয় এড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বেশ কয়েকদিন ধরে অক্লান্ত প্রচারণার পর এখন কিছুটা বিশ্রাম নিতেই পারেন ট্রাম্প।
Array