
সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকের নীতিমালা পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। শুক্রবার নীতিমালা পর্যালোচনার কথা জানিয়ে তিনি নিজের প্রতিষ্ঠানের কর্মীদের চিঠি দেন।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। এরপরই দেশটির জনগণ বর্ণ বৈষম্যের প্রতিবাদে ফুঁসে উঠে এবং বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে জর্জ ফ্লয়েডকে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত পোস্ট দেন। যা দেশজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।
এমতাবস্থায় বিভিন্ন মহল থেকে সামাজিক যোগাযোগমাধ্যগুলোর কর্তৃপক্ষের কাছে মার্কিন প্রেসিডেন্টের সেসব বিতর্কিত পোস্ট মুছে ফেলার দাবি জানানো হয়। জনরোষ এড়াতে টুইটার ট্রাম্পের সেসব পোস্ট মুছে দেয়। কিন্তু ফেসবুক এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ জানান, ফেসবুক থেকে ট্রাম্পের পোস্ট সরানো হবে না। কারণ এটি ফেসবুকের নীতিমালা-বিরুদ্ধ কাজ।
মার্ক জাকারবার্গের এমন বক্তব্যে সাধারণ জনগণ যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি ক্ষুব্ধ হয়েছেন তার নিজের প্রতিষ্ঠান কর্মীরাও। এমনকি অনেক কর্মী এর প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। অনেকে চাকরিই ছেড়ে দেওয়ার চিন্তা করেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের ভেতর ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় এবং কর্মীরা চাকরি ছেড়ে দিলে প্রতিষ্ঠানের জন্য খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় ফেসবুকের নীতিমালা পুনর্বিবেচনার উদ্যোগ নেন মার্ক জাকারবার্গ।
গত শুক্রবার এ বিষয়ে কর্মীদের চিঠি দিয়ে তিনি জানান, তারা ফেসবুকের নীতিমালা পর্যালোচনা করতে যাচ্ছেন। এ বিষয়ে তারা শিগগিরই আলোচনায় বসবেন। আলোচনায় যদি রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের হুমকির বিষয়ে নীতিমালায় কোনো সংশোধন করার প্রয়োজন পড়ে, তাহলে তারা সেটি করবেন।
Array