admin
05th Feb 2021 10:35 pm | অনলাইন সংস্করণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিসিসিআই প্রকাশ করেছে নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের সংখ্যা। নিলামে যে কয়জন ক্রিকেটারের দিকে দলগুলোর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে, তাদের একজন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।
মোট ১১ জন খেলোয়াড় আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের, তার মধ্যে টাইগার অলরাউন্ডার একজন।
আইপিএল নিলামের জন্য সর্বমোট ১০৯৭ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে ভারতের ৮১৪ জন, ২৮৩ জন খেলোয়াড় বিদেশি। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।
সাকিবের মতো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় আছেন আরও দশজন। তারা হলেন-কেদর যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।
তালিকায় নাম দেননি অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্ক। টানা দ্বিতীয়বারের মতো আইপিএলে আগ্রহ দেখাননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপাজয়ী দলের সদস্য অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনও নাম প্রত্যাহার করে নিয়েছেন।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বর্তমানে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ডেভিড মালান এখন পর্যন্ত আইপিএলে খেলতে পারেননি। তিনি এবার তালিকাভুক্ত হয়েছেন। ইংলিশ এই ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় কোটি রুপি।
টুর্নামেন্টের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে। ভারতীয় সময় বিকেল তিনটা থেকে শুরু হবে অনুষ্ঠান।
Array