admin
04th Jul 2019 2:53 pm | অনলাইন সংস্করণ

লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, খাদেম মো. আবু হানিফের (৪৫) শরীরে ছুরিকাঘাতের চারটি চিহ্ন পাওয়া গেছে।
বুধবার রাত ১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয় জানিয়ে ওসি বলেন, “তারা এক ঘরে চারজন থাকতেন। জিজ্ঞাসাবাদের জন্য বাকি তিনজনকে থানায় আনা হয়েছে।”
হানিফকে কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বুধবার আছরের নামাজের সময়ও হানিফ মসজিদে ছিলেন। কিন্তু মাগরিবের নামাজের সময় থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
“তার ফোন বন্ধ পেয়ে মসজিদ কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। মসজিদের দোতলায় যে ঘরে তারা থাকতেন, তার পাশে একটি স্টোর রুমে রাতে হানিফের বস্তাবন্দি লাশ পেয়ে মসজিদ কর্তৃপক্ষ পুলিশের খবর দেয়।”
ময়নাতদন্তের জন্য হানিফের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Array