admin
25th Dec 2019 3:03 pm | অনলাইন সংস্করণ

সারা দেশে বেড়েছে কুয়াশা, সঙ্গে ঠাণ্ডা বাতাস। অনেক অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে দেশের উত্তরাঞ্চলের মানুষ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে জেলায় কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সেখানে গতকাল মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ঠাণ্ডার সঙ্গে গত ছয় দিনের মধ্যে সূর্যের দেখা মেলে গত সোমবার। গতকাল মঙ্গলবার রাজধানীতে সূর্য দেখা যায় দুপুরের দিকে। রোববার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় প্রায় একই রকম তাপমাত্রা থাকছে।
রোববার বিকেল ৩টায় পঞ্চগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এবার পৌষের প্রথম দিন থেকেই পঞ্চগড়ে জেঁকে বসে শীত। উত্তরে বাতাসে পঞ্চগড়ের সর্বত্র এখন অত্যাধিক শীত অনুভূত হচ্ছে। ঠাণ্ডা বাতাস বয়ে চলায় প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

এ ছাড়া জেলার হাসপাতালগুলোতে ক্রমেই শীতজনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গরম পোশাকের দোকানগুলোতেও বেড়েছে ভিড়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জানুয়ারি গত পঞ্চাশ বছরের মধ্যে পঞ্চগড়ে মাপমাত্রা নেমে এসেছিলো সবচেয়ে কমে। সেদিন পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Array