
আজ ৪ ঠা নভেম্বর জাতীয় ছাত্র সমাজ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দের জরুরী সাংগঠনিক সভা।
নিজস্ব সংবাদদাতা,ঢাকা-বুধবার ,৪ ঠা নভেম্বর-২০২০:সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও শক্তিশালী করার লক্ষ্যে আজ ৪ ঠা নভেম্বর বুধবার বিকাল ৫ ঘটিকায় কাকরাইলস্হ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দের জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।উক্ত সভায় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল-এর সভাপতিত্বে পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন।
উক্ত সভায় সংশ্লিষ্ট ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় ছাত্র সমাজের দফতর সম্পাদক মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Array