admin
28th Nov 2020 3:08 pm | অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার এক যুবক পায়ে হেটে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় পৌঁছেছেন।
দুই বছর দুমাস পায়ে হেটে সম্প্রতি জেরুজালেম এসে পৌঁছান শহীদ বিন ইউসুফ স্টাকালা নামে ওই যুবক। খবর প্যালেস্টাইল ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।
শহীদ বিন ইউসুফ বলেন, মুসমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় নামাজ পড়তে আমি ২০১৮ সালে কেপটাউন থেকে হাটা শুরু করি।
অবশেষে এ বছরের নভেম্বরে জেরুজালেম এসে পৌঁছাতে পেরে আমি অনেক খুশি।
Array