
ঢাকা- মঙ্গলবার ১৫ অক্টোবর, ২০১৯ :
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এম.পি বলেন,” বিশ^জিৎ হত্যাকারীদের সঠিক বিচার না হওয়ার কারনে আজ আবরার হত্যার বিচার নিয়ে জনগণ প্রশ্ন তুলে, আমি সরকারের নিকট দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যার বিচার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতিকে আশ^স্ত করতে হবে যে বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন।
আজ পল্টনস্থ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণ এর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। জাতীয় ছাত্র সমাজ ঢাকা দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা ইব্রাহীম খাঁন জুয়েলের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক শাহ্ ইমরান রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছাত্র বিষয়ক সমন্বয়কারী শাহ-ই-আজম, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম-ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।
উদ্বোধন ঘোষণা করেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মোল্লা, মোঃ ফয়সাল রানা, এরশাদুল বারী নাসিম, নাজমুল হাসান রেজা, ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় সদস্য মোঃ জামাল হোসাইন, আল আমিন সরকার, আতাউল্লাহ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণের মোঃ ইউছুফ, তানভীর হোসেন সুমন, আজহার আহমেদ পরশ, মোঃ মানিক খান, আশিকুর রহমান, আনোয়ার হোসেন,মোঃ রাজু,মোঃ বিল্লাহ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
কর্মী সভা শেষে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল দৈনিক বাংলা মোড়, পল্টন হয়ে বিজয়নগর, কাকরাইল দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সম্মুখে এসে শেষ হয়।
Array