
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জনের দেশে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।
মারা গেছে আরও ৫ জন। এ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা ৩৯।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনের শুরুতে মৃত্যু ও নতুন শনাক্তের যাবতীয় তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
তিনি জানান, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪২।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যা গতকালের চেয়ে ৩৮ শতাংশ বেশি। বেড়েছে শনাক্তের হারও ১৭ শতাংশ।
জাহিদ মালেক বলেন, নতুন তিনটি কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হচ্ছে। সেই তিনটি কোয়ারেন্টিন সেন্টার হচ্ছে- বসুন্ধরা কনভেনশন সেন্টার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরান ভবন ও ডিয়াবাড়িতে পুরান একটি ভবন।
নতুন হাসপাতাল নেয়ার কার্যক্রম শুরু হয়েছেও বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতাল তালিকাভূক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনও দেশ দিতে পারে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
রোববার (১২ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ১৩৯ জন শনাক্তের কথা জানিয়েছিল। তখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৪।
দেশে ৮ মার্চ প্রথম ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী।
বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার। আক্রান্ত সাড়ে ১৮ লাখের বেশি। নতুন করে প্রায় ৭৪ হাজার জন শনাক্ত। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৮ জনের।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩৮ জনের প্রাণহানি। মৃতের সংখ্যা ২২ হাজার ১১৫। নতুন করে সাড়ে ২৭ হাজার মানুষের মাঝে সংক্রমণ। আক্রান্ত ৫ লাখ ৬০ হাজারের বেশি।
স্পেনে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার। নতুন করে আক্রান্ত সাড়ে ৩ হাজারের বেশি মানুষ, ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৬০৩ জনের।
ইতালিতে আরও ৪৩১ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি। আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ। নতুন করে প্রায় ৪ হাজার জন শনাক্ত।
ফ্রান্সে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। নতুন করে ৫৬১ জনের প্রাণহানি। আরও প্রায় ৩ হাজার জনের করোনাভাইরাস শনাক্ত। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
যুক্তরাজ্যে নতুন করে প্রায় ৭৩৭ মানুষের মৃত্যু। এ নিয়ে প্রায় ১১ হাজার জনের প্রাণহানি। আক্রান্ত প্রায় ৮৪ হাজারের বেশি, নতুন করে ৫ হাজার ২৮৮ জনের মধ্যে সংক্রমণ ।
ইরানে নতুন করে ১১৭ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৭৪। মোট আক্রান্ত প্রায় ৭২ হাজার। নতুন করে প্রায় দুই হাজার মানুষের করোনাভাইরাস সংক্রমণ।
Array