
ঢাকা, ০৯ই আগষ্ট, রবিবার, ২০২০ইং: সঙ্গীত জগতের কিংবদন্তী আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত সঙ্গীত ব্যক্তিত্বের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের Ghulam Quader বলেন, আলাউদ্দিন আলী ছিলেন বাংলা সঙ্গীতে সুরের যাদুকর। তিনি নতুন নতুন সুর সৃষ্টি করে বিমোহিত করেছেন শ্রতাদের। পাশাপাশি কালজয়ী অসংখ্য গান লিখে শ্রতাদের হৃদয় জয় করেছিলেন। সঙ্গীতের ওপর অসাধারণ দক্ষতায় তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরুস্কার অর্জন করেছিলেন। আবার শ্রেষ্ঠ গীতিকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরুস্কার অর্জন করেন সুরের এই সম্রাট। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আলাউদ্দিন আলীর মৃত্যুতে বাংলা সঙ্গীতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। তাঁর সৃষ্টির মাঝে আলাউদ্দিন আলী দীর্ঘকাল বেঁচে থাকবেন ।
সঙ্গীত জগতের কিংবদন্তী আলাউদ্দিন আলীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
Array