
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র দু’মাসের ব্যবধানে আবারও ব্যর্থতার মুখোমুখি স্পেসএক্স। উৎক্ষেপণের পরই বিস্ফোরিত হলো ধনকুবের ইলন মাস্কের স্টারশিপ রকেট। আতশবাজির মতো আলো ছড়িয়ে, বাহামায় এসে পরে খণ্ডাংশ। যা ক্যামেরাবন্দি হয় মুঠোফোনে; ভাইরাল হয় নেট দুনিয়ায়।
অন্ধকার চিড়ে হঠাৎই আলোর ঝলকানি। তবে, আতশবাজি নয় এগুলো ছিল বিধ্বস্ত হওয়া স্পেসএক্সের রকেটের জ্বলন্ত খণ্ডাংশ।
বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। যা, স্পেসএক্সের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ। মহাশূন্যে স্যাটেলাইট স্থাপনের পর, ভারত মহাসাগরের ওপর দিয়ে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফেরার কথা। তবে, মাটি থেকে মাত্র দেড়শ কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয় ৪০৩ ফুট উচ্চতার রকেটটি।
অজ্ঞাত কারণবশত, উৎক্ষেপণের পরই বন্ধ হয়ে যায় মহাকাশযানের ইঞ্জিন। প্রাথমিকভাবে এটাকেই দুর্ঘটনার কারণ ভাবা হচ্ছে। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় ছড়িয়ে পড়ে রকেটের খণ্ডাংশ।
অবশ্য সফলভাবে লঞ্চপ্যাডে ফিরে আসে বুস্টার। এ বিস্ফোরণের কারণে কিছুক্ষণ বন্ধ রাখা হয় বিমান চলাচল। দু’মাস আগেও, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয় স্পেসএক্সের আরও একটি রকেট।
Array