admin
28th Mar 2021 11:11 pm | অনলাইন সংস্করণ

বাংলাদেশ দলের একসময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।
রোববার (২৮ এপ্রিল) আশরাফুল নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে টেস্ট রিপোর্ট নিয়ে তিনি নিজের সংশয়ের কথা জানান। কারণ তার দেহে করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ নেই, এমনকি তিনি কোনো সমস্যাই বোধ করছেন না। তাই আবারও তিনি টেস্ট করতে দিয়েছেন।
জাতীয় ক্রিকেট লীগে আশরাফুল খেলছেন বরিশাল বিভাগের হয়ে। সোমবার রাজশাহী বিভাগের মুখোমুখি হবে তার দল। দ্বিতীয়বারের টেস্ট রিপোর্ট নেগেটিভ এলে ম্যাচে খেলতে পারবেন তিনি। আসরের প্রথম ম্যাচে ভালোই খেলেছেন আশরাফুল। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ম্যাচের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন জাতীয় দলের পেসার ইবাদত হোসেন। সিলেটের হয়ে জাতীয় লিগের প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে ম্যাচের তিন দিনই খেলেছেন তিনি।
Array