
ঢাকা, রবিবার, ১৬ আগষ্ট -২০২০ : জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং জাতীয় পার্টি গাজীপুর মহানগর-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশাদ সিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। আজ বাদ জোহর গাজীপুরের টঙ্গী ষ্টেশন রোডের নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং জাতীয় পার্টি গাজীপুর মহানগর এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশাদ সিদ্দিকী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি প্রয়াত আশাদ সিদ্দিকীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আশাদ সিদ্দিকী ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর একনিষ্ঠ অনুসারী। তিনি সারা জীবন পল্লীবন্ধুর আদর্শ লালন করেছেন। জাতীয় পার্টি সংগঠিত করতে আশাদ সিদ্দিকীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। আশাদ সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং জাতীয় পার্টি গাজীপুর মহানগর-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশাদ সিদ্দিকী-এর মৃত্যুতে একই ভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
Array