
নিউজ ডেস্ক : এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।
আইন অনুযায়ী, তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া ও স্থানান্তরের সুযোগ ছিল। ১০ অক্টোবরের পর তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত কতজন ভোটার হয়েছেন তা জানা যায়নি।
ইসি সূত্রে জানা যায়, ভোটারদের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ পুরুষ। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১।
সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি সংসদীয় আসনের ভোটার সংখ্যা নির্ধারণ করে নির্বাচন কমিশন । আসনভিত্তিক তালিকা প্রকাশ করে তা সিডিতে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।
আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি ভোটার ঢাকা-১৯ আসনে (আমিনবাজার, তেতুলঝোড়া, ভাকুর্তা, কাউন্দিয়া ইউনিয়ন ব্যতীত সাভার থানা)। সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে।
ঢাকা-১৯ আসনে মোট ভোটার সাত লাখ ৪৭ হাজার ৩০১। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ভোটার সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৭৮৫। সর্বোচ্চ ও সর্বনিম্ন আসনে ভোটের ব্যবধান হচ্ছে পাঁচ লাখ ৬৮ হাজার ৫১৬, যা আসনভিত্তিক গড় ভোটারের থেকে অনেক বেশি। আসনভিত্তিক গড় ভোটার সাড়ে তিন লাখ থেকে কিছুটা কম।
৩০০ আসনের ভোটার
পঞ্চগড়-১: ৩ লাখ ৭৯ হাজার ২০২ জন, পঞ্চগড়-২: ৩ লাখ ৩৪ হাজার ৮৬৫, ঠাকুরগাঁও-১: ৪ লাখ ২২ হাজার ১২৪, ঠাকুরগাঁও-২: ২ লাখ ৭৩ হাজার ৪১৪, ঠাকুরগাঁও-৩: ৩ লাখ ১৭৪, দিনাজপুর-১: ৩ লাখ ৪৪ হাজার ৪৩, দিনাজপুর-২: ৩ লাখ ৬৫ হাজার ৬২, দিনাজপুর-৩: ৩ লাখ ৪৯ হাজার ৩৭৯, দিনাজপুর-৪: ৩ লাখ ৪২ হাজার ৮৮৪, দিনাজপুর-৫: ৩ লাখ ৯৯ হাজার ২৪১, দিনাজপুর-৬: ৪ লাখ ৬৬ হাজার ১৭২, নীলফামারী-১: ৩ লাখ ৭২ হাজার ৫৪০, নীলফামারী-২: ৩ লাখ ১১ হাজার ৬৯৯, নীলফামারী-৩: ২ লাখ ৩৬ হাজার ১৬৮, নীলফামারী-৪: ৩ লাখ ৭১ হাজার ৯৭৩, লালমনিরহাট-১: ৩ লাখ ১৮ হাজার ২৩, লালমনিরহাট-২: ৩ লাখ ৪৬ হাজার ২৮৪, লালমনিরহাট-৩: ২ লাখ ৫১ হাজার ৭৪৩, রংপুর-১: ২ লাখ ৮৭ হাজার ৯৮৪, রংপুর-২: ৩ লাখ ১২ হাজার ৮১৫, রংপুর-৩: ৪ লাখ ৪১ হাজার ৬৭৩, রংপুর-৪: ৪ লাখ ১২ হাজার ৯৫৯, রংপুর-৫: ৩ লাখ ৮৬ হাজার ৪১৪, রংপুর-৬: ২ লাখ ৯২ হাজার ৯৯৭, কুড়িগ্রাম-১: ৪ লাখ ৬১ হাজার ৪১৬, কুড়িগ্রাম-২: ৪ লাখ ৯৩ হাজার ৩৩৬, কুড়িগ্রাম-৩: ৩ লাখ ৩ হাজার ০১৩, কুড়িগ্রাম-৪: ২ লাখ ৮৯ হাজার ১১৭, গাইবান্ধা-১: ৩ লাখ ৩৯ হাজার ১৪৬, গাইবান্ধা-২: ৩ লাখ ৩৪ হাজার ৫৮৪, গাইবান্ধা-৩: ৪ লাখ ১১ হাজার ৯৪২, গাইবান্ধা-৪: ৩ লাখ ৮৬ হাজার ২৪৬, গাইবান্ধা-৫: ৩ লাখ ১৩ হাজার ৭৪৬ জন ভোটার।
জয়পুরহাট-১: ৩ লাখ ৯৯ হাজার ২৪৬, জয়পুরহাট-২: ৩ লাখ ৭ হাজার ৩০৩, বগুড়া-১: ৩ লাখ ১৭ হাজার ৫৪৫, বগুড়া-২: ২ লাখ ৯৬ হাজার ৪১৩, বগুড়া-৩: ২ লাখ ৯৬ হাজার ৪৫৩, বগুড়া-৪: ৩ লাখ ১২ হাজার ৮১, বগুড়া-৫: ৪ লাখ ৭৫ হাজার ৫৪৭, বগুড়া-৬: ৩ লাখ ৮৭ হাজার ২৫৪, বগুড়া-৭: ৪ লাখ ৬১ হাজার ৪৭১, চাঁপাইনবাবগঞ্জ-১: ৪ লাখ ১৬ হাজার ৫৪, চাঁপাইনবাবগঞ্জ-২: ৩ লাখ ৭৬ হাজার ৯৭২, চাঁপাইনবাবগঞ্জ-৩: ৩ লাখ ৮২ হাজার ৫৫৪, নওগাঁ-১: ৪ লাখ ২ হাজার ৬০০, নওগাঁ-২: ৩ লাখ ২২ হাজার ৩৭, নওগাঁ-৩: ৩ লাখ ৮২ হাজার ৪৮৮, নওগাঁ-৪: ২ লাখ ৮৯ হাজার ২২৬, নওগাঁ-৫: ৩ লাখ ১১ হাজার ৭০১, নওগাঁ-৬: ২ লাখ ৯৪ হাজার ৪০৮, রাজশাহী-১: ৩ লাখ ৮৩ হাজার ২৫৪, রাজশাহী-২: ৩ লাখ ১৭ হাজার ৮৫৩, রাজশাহী-৩: ৩ লাখ ৫৭ হাজার ৩৭২, রাজশাহী-৪: ২ লাখ ৭৭ হাজার ৯৯৯, রাজশাহী-৫: ৩ লাখ ১ হাজার ৫৯৪, রাজশাহী-৬: ৩ লাখ ৪ হাজার ২৭৮, নাটোর-১: ৩ লাখ ১১ হাজার ৮৬৯, নাটোর-২: ৩ লাখ ৪৩ হাজার ৯৬৬, নাটোর-৩: ২ লাখ ৭৬ হাজার ১৪৬, নাটোর-৪: ৩ লাখ ৭১ হাজার ৭৫০, সিরাজগঞ্জ-১: ৩ লাখ ৪৫ হাজার ৬৭৬, সিরাজগঞ্জ-২: ৩ লাখ ৫০ হাজার ৮৯৬, সিরাজগঞ্জ-৩: ৩ লাখ ৬৭ হাজার ৫২৯, সিরাজগঞ্জ-৪: ৩ লাখ ৯১ হাজার ১১৪, সিরাজগঞ্জ-৫: ৩ লাখ ৩৯ হাজার ৮৯৩, সিরাজগঞ্জ-৬: ৪ লাখ ১ হাজার ১৫৫, পাবনা-১: ৩ লাখ ৭৭ হাজার ৬৬৭, পাবনা-২: ৩ লাখ ৫৬৩, পাবনা-৩: ৪ লাখ ২ হাজার ৭৭৪, পাবনা-৪: ৩ লাখ ৬২ হাজার ৪৩৮, পাবনা-৫: ৪ লাখ ৩৫ হাজার ৮৮৫ জন (পুরুষ-২ লাখ ১৯ হাজার ৪৯৯, নারী-২ লাখ ১৬ হাজার ৩৮৬) ভোটার।
মেহেরপুর-১: ২৬৯৬০৫, মেহেরপুর-২: ২২৬২৮৭, কুষ্টিয়া-১: ৩৩৬১১৬, কুষ্টিয়া-২: ৩৯৯৫৮৫, কুষ্টিয়া-৩: ৩৭২৮০৫, কুষ্টিয়া-৪: ৩৫১০৬৩, চুয়াডাঙ্গা-১: ৪৩৭৭৭১, চুয়াডাঙ্গা-২: ৪১৪৯৮৬, ঝিনাইদহ-১: ২৭৬২৫৪, ঝিনাইদহ-২: ৪২৩৫২৩, ঝিনাইদহ-৩: ৩৬০৮৭৯, ঝিনাইদহ-৪: ২৮১৬২২, যশোর-১: ২৬৩৫৬৪, যশোর-২: ৪০৫৭৩৩, যশোর-৩: ৫২২৫৬১, যশোর-৪: ৩৮৬৮৫৪ যশোর-৫: ৩১৯০৩৮, যশোর-৬: ১৯৩৫৩৪, মাগুরা-১: ৩৫০০৪৮, মাগুরা-২: ৩৩৪৯২৪, নড়াইল-১: ২৩৮১৫৫, নড়াইল-২: ৩১৭৭৬৩, বাগেরহাট-১: ৩০২২৩৯, বাগেরহাট-২: ২৮৪০৬৮, বাগেরহাট-৩: ২২৬২১৭, বাগেরহাট-৪: ৩০০৫২২, খুলনা-১: ২৫৯৩৫৬, খুলনা-২: ২৯৪০৬২, খুলনা-৩: ২২৬৩০২, খুলনা-৪: ৩১০৪৪৯, খুলনা-৫: ৩৪৪৪৮০, খুলনা-৬: ৩৬৬১৯২, সাতক্ষীরা-১: ৪২৩০৩২, সাতক্ষীরা-২: ৩৫৬২৬৮, সাতক্ষীরা-৩: ৩৮৭২৯৩, সাতক্ষীরা-৪: ৩৯৩৭২৬ জন ভোটার।
বরগুনা-১: ৪১৪৩৮২, বরগুনা-২: ২৬৮৩১৬, পটুয়াখালী-১: ৩৯৩০৬৬, পটুয়াখালী-২: ২৫১৮৫৮, পটুয়াখালী-৩: ২৯৮৪৯৭, পটুয়াখালী-৪: ২৪৯০৪৬, ভোলা-১: ৩০৯৯৩৩, ভোলা-২: ২৯৭০২৩, ভোলা-৩: ২৯৩৫৪৭, ভোলা-৪: ৩৬৮৫৫৩, বরিশাল-১: ২৫৮০১৫, বরিশাল-২: ৩০২৫৭১, বরিশাল-৩: ২৫৩৬৪৯, বরিশাল-৪: ৩২৩৫৬৫, বরিশাল-৫: ৩৯৭২৩০, বরিশাল-৬: ২৪৫৫২৫, ঝালকাঠী-১: ১৭৮৭৮৫, ঝালকাঠী-২: ২৯০৩৩০, পিরোজপুর-১: ৪১৮৯৭৪, পিরোজপুর-২: ২২০৫০৮, পিরোজপুর-১৮৯৭৬৩ জন ভোটার।
টাঙ্গাইল-১: ৩৬৫৭৪৭, টাঙ্গাইল-২: ৩৪৮৫২৪, টাঙ্গাইল-৩: ৩১৭৯৯১, টাঙ্গাইল-৪: ৩১২৪১৫, টাঙ্গাইল-৫: ৩৮০২৭৯, টাঙ্গাইল-৬: ৩৯০৫৯৬, টাঙ্গাইল-৭: ৩২২৬৭৪, টাঙ্গাইল-৮: ৩৪৬৬৪৫, জামালপুর-১: ৩৪৬১৭০, জামালপুর-২: ২২১১৭৮, জামালপুর-৩: ৪২৪৯৫০, জামালপুর-৪: ২৫২৬৫২, জামালপুর-৫: ৪৬৯৮১৮, শেরপুর-১: ৩৬১০৫৩, শেরপুর-২: ৩৪৯১৩৬, শেরপুর-৩: ৩২৫৩৯৪, ময়মনসিংহ-১: ৩৭৭২৬৮, ময়মনসিংহ-২: ৪৫০৩৬০, ময়মনসিংহ-৩: ২৩৪৫৮৮, ময়মনসিংহ-৪: ৫৫৬৯৯৬, ময়মনসিংহ-৫: ৩০৬৪৭৯, ময়মনসিংহ-৬: ৩২৫৭২২, ময়মনসিংহ-৭: ৩১৫৪৭৮, ময়মনসিংহ-৮: ২৭১১৮৫, ময়মনসিংহ-৯: ২৯৪১০৮, ময়মনসিংহ-১০: ৩২৪২৯৬, ময়মনসিংহ-১১: ২৯৪৬৪১, নেত্রকোনা-১: ৩৫৩০৮৩, নেত্রকোনা-২: ৩৯৬২০৭, নেত্রকোনা-৩: ৩৩৪৪৪৯, নেত্রকোনা-৪: ২৯৮২০৮, নেত্রকোনা-৫: ২২৪৫৩৫ জন ভোটার।
কিশোরগঞ্জ-১: ৪৩০০৮৪, কিশোরগঞ্জ-২: ৪১৭২৬৫, কিশোরগঞ্জ-৩: ৩৪৭১৫৮, কিশোরগঞ্জ-৪: ৩২০২৩৬, কিশোরগঞ্জ-৫: ২৭৮৬১৩, কিশোরগঞ্জ-৬: ৩৩২৬১৪, মানিকগঞ্জ-১: ৩৮৪৫৮৭, মানিকগঞ্জ-২: ৪০৬১৯৫, মানিকগঞ্জ-৩: ৩১৯৪১৫, মুন্সীগঞ্জ-১: ৪৪০৪৫০, মুন্সীগঞ্জ-২: ৩০৫৯৯৭, মুন্সীগঞ্জ-৩: ৪১৬৫৪১, ঢাকা-১: ৪৪০৪০৭, ঢাকা-২: ৪৯৪৩১৩, ঢাকা-৩: ৩১১৬৪৭, ঢাকা-৪: ২৪৫৯০৮, ঢাকা-৫: ৪৫০৭২৫, ঢাকা-৬: ২৬৯২৭৬, ঢাকা-৭: ৩২৮২৬৯, ঢাকা-৮: ২৬৪৮৯৩, ঢাকা-৯: ৪২৫৫৭১, ঢাকা-১০: ৩১৩৭৫৮, ঢাকা-১১: ৪১৫৫৫৫, ঢাকা-১২: ৩৩৯৯৩৮, ঢাকা-১৩: ৩৭২৭৬৯, ঢাকা-১৪: ৪০৬৫৩৪, ঢাকা-১৫: ৩৪০৫২৮, ঢাকা-১৬: ৩৭৪৩৪০, ঢাকা-১৭: ৩১৩৯৯৮, ঢাকা-১৮: ৫৫৫৭১৩, ঢাকা-১৯: ৭৪৭৩০১, ঢাকা-২০: ৩২০১৪৫, গাজীপুর-১: ৬৬৪৫৫৪, গাজীপুর-২: ৭৪৫৮৪১, গাজীপুর-৩: ৪৩৬৬৪৩, গাজীপুর-৪: ২৬৭১৮৭, গাজীপুর-৫: ৩০২৪৭৮, নরসিংদী-১: ৩৮০০৩০, নরসিংদী-২: ২৩৪৩১১, নরসিংদী-৩: ২২৪৫৩২, নরসিংদী-৪: ৩৪১৬৫৭, নরসিংদী-৫: ৩৭১৪৪০, নারায়ণগঞ্জ-১: ৩৪৯৭৯০, নারায়ণগঞ্জ-২: ২৮৩৮৬৭, নারায়ণগঞ্জ-৩: ৩০৩৮৩৭, নারায়ণগঞ্জ-৪: ৬৫১১২৩, নারায়ণগঞ্জ-৫: ৪৪৫৬১৬, রাজবাড়ী-১: ৩৪৬৫৫১, রাজবাড়ী-২: ৪৬২১৩৮, ফরিদপুর-১: ৪২২৬৮৫, ফরিদপুর-২: ২৮৭১৩৫, ফরিদপুর-৩: ৩৪১১৫৫, ফরিদপুর-৪: ৩৭০৬৬৬, গোপালগঞ্জ-১: ৩২১১৩০, গোপালগঞ্জ-২: ৩১১৮২০, গোপালগঞ্জ-৩: ২৪৬৫১৪, মাদারীপুর-১: ২৪৫২৪৪, মাদারীপুর-২: ৩৪৭১৬০, মাদারীপুর-৩: ২৯৭৯৫৫, শরীয়পুর-১: ২৯৫৬৫০, শরীয়পুর-২: ২৩৪৩৫৯, শরীয়পুর-৩: ৩৩১০৯৯ জন ভোটার।
সুনামগঞ্জ-১: ৩৯৮৯৯৪, সুনামগঞ্জ-২: ২৫০৬৮৩, সুনামগঞ্জ-৩: ২৯২৫১১, সুনামগঞ্জ-৪: ২৮৮৯৯৩, সুনামগঞ্জ-৫: ৪১৫৮৮৫, সিলেট-১: ৫৪৩৫৩০, সিলেট-২: ২৮৬৩৮০, সিলেট-৩: ৩২২২৯৩, সিলেট-৪: ৩৮২৪০১, সিলেট-৫: ৩২৪৩১২, সিলেট-৬: ৩৯৩৮৮৫, মৌলভীবাজার-১: ২৬৫৮০৯, মৌলভীবাজার-২: ২৪১১৬১, মৌলভীবাজার-৩: ৩৯১২৬৮, হবিগঞ্জ-১: ৩৬৪৯৭৭, হবিগঞ্জ-২: ৩০৬৯৭২, হবিগঞ্জ-৩: ৩২৬৫৯৩, হবিগঞ্জ-৪: ৪২৭৫২৫ জন ভোটার।
ব্রাহ্মণবাড়িয়া-১: ২১৩৯৭৩, ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩৫৭৪৬, ব্রাহ্মণবাড়িয়া-৩: ৫১৫০১১, ব্রাহ্মণবাড়িয়া-৪: ৩২৬৯৫৩, ব্রাহ্মণবাড়িয়া-৫: ৩৪৩৭৬৫, ব্রাহ্মণবাড়িয়া-৬: ২১৭৩৩৪, কুমিল্লা-১: ৩৪৭০০৫, কুমিল্লা-২: ২৮৯৯৪৯, কুমিল্লা-৩: ৩৮৩০৮৫, কুমিল্লা-৪: ৩১৬৭০৫, কুমিল্লা-৫: ৩৬৮৬৮০, কুমিল্লা-৬: ৪১৫৮০১, কুমিল্লা-৭: ২৫৪১৭৩, কুমিল্লা-৮: ২৯৬৬৪৮, কুমিল্লা-৯: ৩৬১৮৭৪, কুমিল্লা-১০: ৫১৬৩৯৪, কুমিল্লা-১১: ৩২৮১৬০, চাঁদপুর-১: ২৬৫৪৫০, চাঁদপুর-২: ৩৯৩০৭৪, চাঁদপুর-৩: ৪৩০২৫৭, চাঁদপুর-৪: ৩০৯৭৬৮, চাঁদপুর-৫: ৪০৮৪২৮, ফেনী-১: ৩০৪৮৯২, ফেনী-২: ৩৪৭৬৮২, ফেনী-৩: ৩৯৩২৫০, নোয়াখালী-১: ৩৪৭৬৫১, নোয়াখালী-২: ২৭৩৭৮৮, নোয়াখালী-৩: ৩৯২২৯৮, নোয়াখালী-৪: ৫৪৪৩২৯, নোয়াখালী-৫: ৩৩১৭৩৫ জন ভোটার।
নোয়াখালী-৬: ২৫৮৮২০, লক্ষ্মীপুর-১: ১৯৬৪২৮, লক্ষ্মীপুর-২: ৩৭২২৭৩, লক্ষ্মীপুর-৩: ৩৩০৭৯৭, লক্ষ্মীপুর-৪: ৩১০৮২৮, চট্টগ্রাম-১: ৩১৪৯৮৫, চট্টগ্রাম-২: ৩৬৯১২১, চট্টগ্রাম-৩: ২০২৬২৫, চট্টগ্রাম-৪: ৩৯৩২৩৭, চট্টগ্রাম-৫: ৪৩০০২৭, চট্টগ্রাম-৬: ২৭০৪৯২, চট্টগ্রাম-৭: ২৬৯২৯১, চট্টগ্রাম-৮: ৪৮৩১৪৫, চট্টগ্রাম-৯: ৩৯০৩৬৩, চট্টগ্রাম-১০: ৪৬৯২৪৬, চট্টগ্রাম-১১: ৫০৭৩৫৫, চট্টগ্রাম-১২: ২৮৫৮৭২, চট্টগ্রাম-১৩: ৩১০৪৬০, চট্টগ্রাম-১৪: ২৪৯০০৫, চট্টগ্রাম-১৫: ৩৮৮১৩৭, চট্টগ্রাম-১৬: ৩০৩০৭২, কক্সবাজার-১: ৩৯০৬৭৫, কক্সবাজার-২: ২৯৬০৯৬, কক্সবাজার-৩: ৪১৪১৮৫, কক্সবাজার-৪: ২৬৫৮২৪, পার্বত্য খাগড়াছড়ি: ৪৪১৭৪৩, পার্বত্য রাঙ্গামাটি: ৪১৮২১৫ ও পার্বত্য বান্দরবান: ২৪৬৬৫৩ জন ভোটার।
Array