admin
19th Jun 2025 7:19 pm | অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক: বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। এর আগে, তিনি ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২২ মে তৎকালীন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে দেয় মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেয়া হয়।
Array