
ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এ ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে ২২৪ মার্কিন সেনা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদের ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, কোনো মার্কিন সেনা ওই হামলায় হতাহত হননি।
এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। প্রতিবেদনে বলা হয়, আমেরিকা নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ছাড়া, ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
Array