admin
08th Jun 2019 1:35 am | অনলাইন সংস্করণ

ঈদের ছুটি শেষ হচ্ছে আরও একদিন পরে। এরমধ্যে নির্বিঘ্নে ঢাকায় ফিরছে মানুষ। যারা ভিড় এড়াতে চাইছেন, মূলত তারাই ৭ জুন শুক্রবার ঢাকায় ফিরে আসছেন। ৯-১০ জুন ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে বলে জানিয়েছেন গণপরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন প্রান্তের মানুষও রাজধানীতে ফিরতে শুরু করেছেন। হয়রানি ও ভোগান্তি এড়াতে কেউ কেউ পরিবারের সদস্যদের ঈদের আগেই বাড়ি পাঠিয়ে দেন। তারা আবারও ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। তবে ৯-১০ জুনের দিকে পুরোদমে ফিরবেন অধিকাংশ বাড়ি ফেরত মানুষ।
কমলাপুর রেল স্টেশন, গাবতলী বাস টার্মিনাল অথবা সদরঘাট লঞ্চঘাট, কোথাও এখন পর্যন্ত তেমন একটা বাড়ি ফেরত যাত্রীর চাপ নেই। ঈদে সরকারি ছুটি ৯ দিন থাকায় এখনও পুরোদমে রাজধানীমুখী মানুষের ঢল শুরু হয়নি।
Array