• ঢাকা, বাংলাদেশ

এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ বাজারে 

 admin 
20th May 2019 1:35 pm  |  অনলাইন সংস্করণ

প্রথমবারের মত এইচপি প্রোবুক জি৬ সিরিজের ২টি মডেলের ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মডেলগুলো হচ্ছে এইচপি প্রোবুক ৪৪০ জি৬ এবং এইচপি প্রোবুক ৪৫০ জি৬। এই দুটি মডেল আবার পৃথক ৩টি স্পেসিফিকেশনে পাওয়া যাচ্ছে।

এইচপি প্রোবুক ৪৪০ জি৬: এই মডেলের সবচেয়ে বেসিক ল্যাপটপটিতে রয়েছে ৮ম জেনারেশন ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই মডেলটির খুচরা মূল্য ৫১ হাজার ৫০০ টাকা। ৪৪০ মডেলে কোর আই সেভেন প্রসেসর দিয়ে ২টি ভার্সন বাজারে ছাড়া হয়েছে। দুটি মডেলেই কমন থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে প্রফেশনাল ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড এবং ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ভার্সন দুটির খুচরা মূল্য যথাক্রমে ৭১,৫০০ টাকা এবং ৭৬,৫০০ টাকা।

এইচপি প্রোবুক ৪৫০ জি৬: এই মডেলের সবচেয়ে বেসিক ল্যাপটপটিতে রয়েছে ৮ম জেনারেশন ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই মডেলটির খুচরা মূল্য ৫১,৫০০ টাকা। ৪৫০ মডেলে কোর আই সেভেন প্রসেসর দিয়ে ২টি ভার্সন বাজারে ছাড়া হয়েছে। দুটি মডেলেই থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রফেশনাল ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড এবং ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ভার্সন দুটির খুচরা মূল্য যথাক্রমে ৭১,৫০০ টাকা এবং ৭৬,৫০০ টাকা।

এইচপি’র প্রতিটি নতুন ল্যাপটপেই থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১