
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আজ রোববার অনলাইনে শুরু হয়েছে। আজ সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি এ ক্লাস উদ্বোধন করেন। কোভিড-১৯-এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে ক্লাস শুরুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ ঢাকা কলেজের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই ক্লাস উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তিনি তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি ক্লাসের উদ্বোধন করেন। অন্য অতিথিরাও ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সংকট সম্ভাবনার দ্বার খুলে দেয়। আমাদের সামনে এখন সেই সম্ভাবনা এসেছে। এটিকে কাজে লাগাতে হবে।
আজকের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরী ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ।
গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্যান্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে দেরিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
এর আগে সব সরকারি-বেসরকারি কলেজে করোনার বন্ধে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অনলাইন ক্লাস নিয়ে সে তথ্য আঞ্চলিক পরিচালকদের পাঠাতে হবে অধ্যক্ষদের। আর করোনার বন্ধে সব সরকারি-বেসরকারি কলেজের ছাত্রাবাস বন্ধ রেখে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সেই সঙ্গে কলেজ ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।
Array