admin
12th Jun 2021 11:07 pm | অনলাইন সংস্করণ

সৌদি আরবে এবার বিদেশিরা হজ করতে যেতে পারবে না। শনিবার (১২ জুন) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ফলে এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা।
এতে আরও বলা হয়, করোনা পরিস্থিতির কারণে এ বছর দেশটির নাগরিক ও দেশটিতে বসবাসরতদের মধ্য থেকে সীমিত সংখ্যক মানুষকে হজ করার সুযোগ দেওয়া হবে।
সৌদি আরবের স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় শনিবার ঘোষণা দিয়েছে, সব মিলিয়ে ৬০ হাজার মানুষকে এবার হজের অনুমোদন দেওয়া হবে। তবে যারা হজ করবে, তাদের অবশ্য জটিল রোগ থাকা চলবে না। তাদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। তাদের অবশ্য করোনার টিকা নেওয়া হতে হবে।
Array