
নারায়ণগঞ্জ, শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ইং: জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ) বাদ আছর জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা শাহাদাত হোসেন রুপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েল।
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমান অনুসারীরা বক্তব্যে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন আধুনিক বাংলার রূপকার। তাঁর শাসনামলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি সাধন হয়েছিল। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি আজীবন খেটে খাওয়া মানুষের পক্ষে লড়াই করে গেছেন। তাই তাকে পল্লীবন্ধু খেতাব দেয়া হয়েছিল। আজ তিনি আমাদের মাঝে নেই। তবে তার নেতৃত্ব অনুসরণ করে জাতীয় পার্টি সব সময় তার অপূরনীয় কাজ গুলো করে যাবে।
বক্তারা আরোও বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান পুত্র যুব সমাজের অহংকার আজমেরী ওসমান। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শূণ্যস্থান কখনো পূরন হবার নয়। তিনি তাঁর জীবদ্দশায় যেভাবে সাধারণ মানুষের নেতা হিসেবে কাজ করে গেছেন, তাঁর মৃত্যুর পর আজও বাংলার মানুষ এই মহান নেতার নেতৃত্ব বুকে ধারণ করে রেখেছে। একজন রাষ্ট্রপতি হয়েও তিনি সব সময় সাদাসিধা জীবব যাপন করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তবে তাঁর নেতৃত্ব অনুসরণ করেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টিতে কোন ভেদাভেদ নেই।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী মিলাদ ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজ’র সভাপতি শাহা আলম সবুজ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহি ইমরান রিপন, সেন্ট্রাল সহ-সভাপতি শাহারিয়া রাসেল, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা’র সেক্রেটারি রবিউল আউয়াল, মহানগর এর সেক্রেটারি ফয়সাল উল্লা তুর্জয় ও জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদ ও সাবেক নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান তাদের পরিবারের প্রতি রুহের আত্মার মাগফেরাত ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুফতি মো.জাকারিয়া হোসাইন তাহেরী।