
ঢাকা- শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১: আজ ময়মনসিংহ গৌরীপুর উপজেলার বোকাইনগর হজরত নিজাম উদ্দীন (রহঃ) ঈদগাহ মাঠের নামাজের কাতার পাকাকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকার কৃতি সন্তান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ। ব্যক্তিগত উদ্যোগে এ পাকাকরণের কাজের উদ্বোধন কালে ডাঃ আকাশ বলেন- আমি এই এলাকার সন্তান। আপনাদের এলাকার সন্তান হিসাবে সকলের সাথে এলাকার উন্নয়নে অংশ নিতে চাই। এ ব্যপারে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আমাকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে আমার ব্যাক্তি উদ্যোগে সাধ্যমত চেষ্টা করে যাব। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইতিমধ্যে আমি আমার নিজ গ্রামে মসজিদ, মাদ্রাসা এতিমখানা সহ স্বাস্থ্য সেবা দেয়ার জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্টার উদ্যোগ নিয়েছি।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন- গৌরীপুর থানা মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান। পরে এলাকাবাসীকে নিয়ে ঈদগাঁহ মাঠে এক মতবিনিময় সভায় মিলিত হন। গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সভাপতিত্বে ও বদর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য রহুল আমীন মাষ্টার, ময়মনসিংহ মহানগর জাতীয় যুব সংহতি যুগ্ম আহবায়ক বুলু দাস, ময়মনসিংহ জেলা জাতীয় পেশাজীবী সমাজের আহবায়ক নুরুজ্জামান খান, জি.এস মাজহারুল ইসলাম টুটুল, রফিক বোকাইনগরী, মোঃ হাবিবুর রহমান, এস এম রফিক, নাজির উদ্দিন খান পাঠান, রাকিবুল ইসলাম রাকিব, নাইম পাঠান, নাহিদ প্রমূখ। মতবিনিময় সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি বোকাইনগর কালিবাড়ী জিন্নাতুর রায়হান আদর্শ নুরানী হাফেজিয়া মাদ্রাসায় ১০ সেট কোরআন শরীফ দান করেন।
Array