admin
23rd Sep 2020 2:53 pm | অনলাইন সংস্করণ

২০২০ সালের নোবেল পুরস্কার অনুষ্ঠান সরাসরি হওয়ার বদলে অনলাইনে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির অবস্থা বিবেচনা করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নেবেন। এই প্রথমবারের মতো মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে।
প্রতিবছর ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টোকহোমে ঐতিহ্যগতভাবে নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে সরাসরি বিজয়ীদের হাতে পদক তুলে দেন নোবেল কমিটি। তবে এ বছর করোনা মহামারির কারণে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এর আগে ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।
এ বছরের নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে ঘোষণা করা হবে ৫-১২ অক্টোবরের মধ্যে।
Array