admin
08th Jun 2025 5:53 pm | অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী পোস্তার আড়তে আসছে চামড়া। তবে সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। আড়তদারদের দাবি, এবার কোরবানির সংখ্যা গত বারের তুলনায় কম। যার প্রভাব পড়ছে এই মোকামে।
রোববার (৮ জুন) সকাল থেকেই মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা চামড়া নিয়ে আসতে শুরু করেন। পাশাপাশি আজ কোরবানি করা পশুর চামড়াও নিয়ে আসছেন কেউ কেউ।
তবে চামড়ার দাম নিয়ে অসন্তোষ দেখা যায় সাধারণ মানুষের মাঝে। এ সময়, সরকারের বেধে দেয়া দাম এখানে কার্যকর হয়নি বলেও অভিযোগ করেন অনেকেই। এমনকি ক্ষেত্র বিশেষে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে বলেও জানান তারা।
অপরদিকে, বাজারে অস্থিরতা তৈরি হলেও নজরদারি তৎপরতা এখনও চোখে পড়েনি কারও।
Array