admin
20th Nov 2019 4:28 pm | অনলাইন সংস্করণ

পরদিন ধামরাই উপজেলায় বোরাক ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারে অভিযানে গিয়ে বিএসটিআই কর্মকর্তারা দেখতে পান, সেখানে ছয়টি ডিসপেন্সিং ইউনিট থেকে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার, ৩৪০ মিলিলিটার, ৩২০ মিলিলিটার ও ২৯০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে; আর অকটেনে ৩০০ মিলিলিটার এবং পেট্রোলে ২৯০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।বিএসটিআই বলছে, বাতাসে সহজে মিশ্রণপ্রবণ পেট্রোল-অকটেন প্রতি ১০ লিটারে ৩০ মিলিলিটার কম হওয়ার সুযোগ রয়েছে। এর চেয়ে কম বেশি হলে সেটা অপরাধ বলে গণ্য হবে।ইন্সটিটিউশনের উপ-পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মোন্নাফ হোসেন, পরিদর্শক লিয়াকত হোসেন, রাকিবুল আলম ও বিল্লাল হোসেন এই অভিযানে অংশ নেন।
Array