
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি হয়েছে।
কোনো ধরনের যন্ত্রের সহায়তা ছাড়াই তার হৃদপিন্ড স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক আবু নাসির রিজভী।
সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে থাকা রিজভী শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, সেতুমন্ত্রীর রক্তচাপ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং রক্তের সংক্রমণও নিয়ন্ত্রণে রয়েছে।
‘আগের কয়েক দিনের তুলনায় আজ তিনি আরও ভালো আছেন। দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া তার হৃদযন্ত্র কাজ করছে।’
৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন।
গত রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি বস্নক ধরা পড়ে।
এর মধ্যে একটি বস্নক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।
মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর তারা বলেন, কাদেরের কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। সেগুলো নিয়ন্ত্রণ করে আগামী কয়েক দিনের মধ্যে তারা বাইপাস সার্জারি করার কথা ভাবছেন।
মাউন্ট এলিজাবেথের মেডিকেল বোর্ড কাদেরের অবস্থা সম্পর্কে প্রতিদিন ব্রিফ করছেন সিঙ্গাপুরে অবস্থানরত তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক আবু নাসির রিজভীকে। সে সব তথ্য ভিডিও বার্তার মাধ্যমে প্রতিদিন দেশে সাংবাদিকদের জানিয়ে দিচ্ছেন ডা. রিজভী।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান, শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বেলা ১১টায় আবারও ব্রিফ করবেন মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ।
বিশেষ দোয়া ও মোনাজাত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মোনাজাতে মহান আলস্নাহর নিকট তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিব্বুলস্নাহিল বাকী নদভী।
মোনাজাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শায়খ খন্দকার গোলাম মাওলানা কশেবন্দি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়তুল ইসলাম স্বপন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, পরিচালক আনিছুর রহমান সরকার ও উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মুসলিস্ন অংশগ্রহণ করেন।
Array