• ঢাকা, বাংলাদেশ

ওবায়দুল কাদেরের পথসভায় হাতবোমা হামলা 

 admin 
21st Dec 2018 10:59 pm  |  অনলাইন সংস্করণ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পথসভায় হাতবোমা হামলা করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোটধলীতে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন।

এ ঘটনার প্রতিবাদে মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শনিবার (২২ ডিসেম্বর) সকালে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, ছোটধনী এলাকায় ওবায়দুল কাদেরের সমর্থনে পথসভায় বক্তব্য রাখার সময় সামাবেশে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় তাদের দলীয় নেতাকর্মীরা দিগ্বিদিগ ছুটাছুটি করতে থাকেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে পথসভায় ওবায়দুল কাদের বলেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে এক ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেবে বলে। আমি ওনাকে (মওদুদ) বলতে চাই, আমি বসন্তের কোকিল নই। ভোট আসলে এলাকায় আসবো, আর ভোট চলে গেলে এলাকা ছেড়ে চলে যাব। আমি এ এলাকার সন্তান। আমি ক্ষমতায় থাকলেও এ এলাকায় থাকবো। ক্ষমতা হারালেও এ এলাকায় থাকবো। হুমকি দিয়ে কোনো লাভ হবে না।

সিরাজপুর ইউনিয়নের কেটিএম হাটে মওদুদ আহমদের বাড়ির দরজায় গণসংযোগকালে মওদুদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমি এখন আপনার (মওদুদ) বাড়ির দরজায় দাঁড়িয়ে এতো লোকের সামনে কথা বলছি। দেখি আপনি আপনার বাড়ির সামনে এতো মানুষ জড়ো করতে পারেনকিনা। পারবেন না। কারণ এলাকার মানুষ জেগে গেছে। মানুষ কাজ চায়। মিথ্যা প্রতিশ্রুতি দাতাকে আর দেখতে চায়না।

তিনি বলেন, আপনি (মওদুদ) ২০০১-২০০৬ পর্যন্ত আমার হাজার হাজার নেতাকর্মীকে এলাকা ছাড়া করেছেন। কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর এর কোনো প্রতিশোধ নেইনি। আপনারা এলাকায় নির্বিঘ্নে রাজনীতি করে বেড়িয়েছেন। অথচ এখন ভোটের সময় এসে আমার বিরুদ্ধে ঘরে বসে মিথ্যাচার করছেন। আপনি মিডিয়াকে লাগিয়ে দিয়ে ফরমায়েশি নিউজ করাচ্ছেন। মনে করেছেন এতে করে আমার জনপ্রিয়তা কমে যাবে। এসবে কোন লাভ হবে না মওদুদ ভাই জনগণ আমার সঙ্গে আছে, আপনার সঙ্গে নাই।

ওবায়দুল কাদের বলেন, আমি আবারো নির্বাচিত হলে এ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করবো। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম শহর হবে। আমরা নির্বাচিত হলে এ প্রতিশ্রুতিও বাস্তবায়ন করবো। আমরা যা বলি তা করি। যা করতে পারিনা তা বলিনা।

এসময় মন্ত্রীর সঙ্গে কম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১