admin
20th Feb 2025 9:02 pm | অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে ওয়াং বু নামের (৩৭) এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চীনা নাগরিককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে হত্যার পর সহকর্মীরা বিদেশে পালিয়ে গেছেন বলেও ধারণা করা হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে এক মাস আগে ওই বাসায় অঠেন। সিআইডি ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Array