
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করল শিবসেনা। থানের শ্রীনগরে এ নায়িকার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয় শিবসেনার আইটি সেলের পক্ষ থেকে। মুম্বইয়ের সঙ্গে কঙ্গনা কীভাবে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ তুলনা করতে পারেন বলে প্রশ্ন তোলা হয়। মুম্বইয়ের বিরুদ্ধে কঙ্গনা যে মন্তব্য করেছেন, তার জন্য অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করা হয় শিবসেনার পক্ষ থেকে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে সমালোচনা শুরু করেন কঙ্গনা রানাউত। বলিউডের একাধিক ক্যাম্পের পাশাপাশি মুম্বই প্রশাসনের বিরুদ্ধেও আক্রমণ করেন কঙ্গনা। ফলে মুম্বই পুলিশের উপর তিনি ভরসা রাখতে পারছেন না বলেও মন্তব্য করতে দেখা যায় কঙ্গনাকে।
এরপরই শিবসেনার পক্ষ থেকে কড়া আক্রমণ করা হয় বলিউড কুইনকে। মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী অনিল দেশমুখও কঙ্গনার ওই মন্তব্যের বিরোধিতা করেন।
এমনকী বলিউডের একাংশের পক্ষ থেকে কঙ্গনার ওই মন্তব্যের বিরোধিতা করা হয় সমানভাবে। মুম্বাইতে থাকলে গেলে ওই মন্তব্যের জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে বলেও অভিনেত্রীর ঠাকরের দল। এরপরই কঙ্গনা রানাউত ঘোষণ করেন, তিনি মুম্বইতে ফিরছেন। কারও ক্ষমতা থাকলে তাকে যেন আটকানো হয় বলেও মন্তব্য করেন কঙ্গনা। কঙ্গনা রানাউতের সঙ্গে শিবসেনা এবং মহারাষ্ট্র সরকারের শুরু হতেই অভিনেত্রীর মুম্বইয়ের অফিস ভাঙচুরের জন্য বিএমসি তরফে লোক পাঠানো হয় বলে অভিযোগ করা হয়। এমনকী, কঙ্গনা একটি ভিডিও শেয়ার করে তুলে ধরেন সেই ঘটনা। তবে এসব করে তার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি নতুন করে শক্তি সঞ্চয় করবেন বলে হুমকি দেন বলিউড অভিনেত্রী।
Array