admin
11th Jan 2021 10:34 pm | অনলাইন সংস্করণ

মুম্বাইয়ের একটি বেসরকারী হাসপাতালে আজ বিকেল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিরাট পত্নী আনুশকা শর্মা
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি একটি মেয়ে সন্তানের জনক হয়েছেন। আজ সোমবার বিকেলে তার স্ত্রী আনুশকা শর্মার কোল আলো করে জন্ম নেয় মেয়েটি। কোহলি নিজে তার টুইটার অ্যাকাউন্টে খবরটি জানান বিকাল ৪টা ৩০ এর কিছু পর।
কোহলি তার মেয়ের জন্মের কথা বলতে গিয়ে টুইটারে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা এক মেয়ে সন্তানের বাবা-মা হয়েছি। আমরা আপনাদের সকলকে আপনাদের ভালোবাসা, আর্শীবাদের জন্য ধন্যবাদ জানাই। আনুশকা ও আমার মেয়ে দুজনই পুরোপুরি সুস্থ আছে। আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য এখন বেশ উচ্ছ্বশিত। আমরা আশা করি আপনারা সবাই আমাদের প্রাইভেসিকে এখন সম্মান করবেন। সকলকে ভালোবাসা, বিরাট।’
Array