admin
24th Jan 2021 12:04 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর কমলাপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২৪ জানুয়ারি, রোববার (আজ) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদ হোসেন জানান, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি গার্মেন্ট কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।