admin
21st Jun 2019 6:56 pm | অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁনপুর গ্রামে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে চাঁনপুর গ্রামের গাথুয়ার বিলের কাছে তাদের গলাকাটা লাশ পাওয়া যায়। তারা হলেন পার্শ্ববর্তী সতেরদড়িয়া গ্রামের আবু বকর (২৭) ও তার স্ত্রী ইমা আক্তার (২২)।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর গাথুয়ার বিলের কাছে তাদের জবাই করা লাশ পাওয়া যায়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
জানা যায়, আবু বকর সতেরদড়িয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং ইমা গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের মাসুদের মেয়ে বলে জানা গেছে। প্রায় ৫/৬ মাস আগে আবু বকরের সাথে ইমার বিয়ে হয় বলে স্থানীয়রা জানান। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ বা স্থানীয়দের কেউই কিছু বলতে পারেনি।
Array