
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৫৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। গত সাড়ে আট মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বছরের ২ জুলাই এক দিনে চার হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৮ জন। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ৬ জন নারী। মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত বছরের ১৬ জুলাই একদিনে ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৬৯ শতাংশ হয়েছে যা ৫ ডিসেম্বরের পর সবচেয়ে বেশি। একদিনে মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮। মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ২৪১। নতুন ১ হাজার ৩৫ জন সহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।
গতকাল সাত মাসের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ছিল দুই হাজার ৮০৯ জন। এছাড়া গতকাল আড়াই মাসের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৩০ জনের। মৃতের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী ছিলেন। গতকাল নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ১১১ জনের। শনাক্তের হার ছিল ১১ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ছিল এক দশমিক ৫২ শতাংশ।
Array