admin
13th May 2021 9:36 pm | অনলাইন সংস্করণ

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৭৬ জন। মৃত্যু হার এক দশমিক ৫৫ শতাংশ।
এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৯০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা সাত লাখ ৭৮ হাজার ৬৮৭ জন। একদিনে শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Array