admin
28th Sep 2020 2:17 pm | অনলাইন সংস্করণ

করোনা শনাক্ত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। করোনার তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না কেউ। বস্তি থেকে ব্রাজিলের গহীন অরণ্য অ্যামাজন ও আমেরিকার বৃহত্তম শহর নিউইয়র্কেও করোনা থাবা বসিয়েছে। করোনায় থমকে গেছে বিশ্বের বড় বড় সব ক্রীড়া, বিনোদন অনুষ্ঠান। জারি হয়েছে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা। করোনাভাইরাসের বিস্তারের গতি ধীর করতে গত এপ্রিলে মানবজাতির অর্ধেক লকডাউনের বেড়াজালে আটকে পড়েন।
প্রাণহানির শীর্ষে আরও আছে ব্রাজিল (১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন), ভারত (৯৫ হাজার ৫৭৪ জন), মেক্সিকো (৭৬ হাজার ৪৩০ জন) ও ব্রিটেন (৪৬ হাজার ৭০৬ জন)।