admin
05th Apr 2021 9:54 pm | অনলাইন সংস্করণ

করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন (টিকা) নিয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আজ সোমবার তিনি করোনার টিকা নিয়েছেন।
আজ বিকল সাড়ে ৩টার দিকে শাকিব খান তার ভেরিভায়েড ফেসবুক পেজে করোনার টিকা নেয়ার একটি ছবি শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘Alhamdulillah. Received the Covid-19 (coronavirus) vaccine!!’ এবং হ্যাশট্যাং দিয়েছেন ‘#staysafeeveryone’
Array