
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে-২০২০: আজ বেলা ১১টায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা- গোলাম মোহাম্মদ কাদের এমপি প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে করোনা দুর্যোগে অসহায় হয়ে যাওয়া ৫ (পাঁচ) শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জাতীয় যুব সংহতি, ঢাকা মহানগর(উঃ) এর আয়োজনে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ফজলুল হক ফজলু এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতি’র সভাপতি আলমগীর সিকদার লোটন, মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়, যুগ্ম মহাসচিব ও যুব সংহতি’র সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দপ্তর সম্পাদক- মাহমুদ আলম, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুব সংহতি নেতা আলফাজ হোসেন ডিপজল, মিলন শিকদার সহ অন্যান্য যুব নেতৃবৃন্দ।
Array