
ঢাকা-মঙ্গলবার , ১৩ এপ্রিল ২০২১:
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল-এর রোগমুক্তি কামনায় আজ ১৩ এপ্রিল ২০২১ রোজ মঙ্গলবার বাদ আসর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল-এর অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন এর পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইসারুল্লাহ আসিফ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে শরিক ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস ও ভিপি গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ,যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি শাহ ইমরান রিপন, সহ সভাপতি জামাল হোসাইন, দফতর সম্পাদক মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব, আইন সম্পাদক মাহমুদ হাসান তপু, এনজিও বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর-এর সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা সুমন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দৌলা, এস আই শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম প্রমুখ।
দোয়া মাহফিলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল-এর রোগমুক্তি কামনা সহ জাতীয় পার্টি, সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়।
Array