admin
18th Feb 2021 9:05 pm | অনলাইন সংস্করণ

আইপিএলের এবারের আসরে আবারো কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চুতর্দশ আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে শাহরুখ খানের দল।
সাকিব আল হাসানকে দলে নেয়ার জন্য প্রথম ডাক দেয় সাকিব আল হাসানের প্রথম আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। পরে বিডিংয়ে যোগ দেয় প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। কিন্তু শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়ে নেয় কেকেআর।
আইপিএলে সাকিবের প্রথম দল ছিল কলকাতা। টানা সাত মৌসুমের ছয়টিতেই তিনি খেলেছিলেন এই দলে।
আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। সেবার কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি তাকে। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।