admin
08th Jul 2020 10:14 pm | অনলাইন সংস্করণ

পিরোজপুরের কাউখালীতে অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উত্তর বাজারে অবস্থিত ওই ব্যাংকের শাখাটিতে লাল পতাকা উত্তোলন করে লকডাউন ঘোষণা করা হয়।
কাউখালী অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। তিনি জানান, অগ্রণী ব্যাংক কাউখালী শাখায় কর্মরত দুই জন কোভিড-১৯ রোগী হিসাবে শনাক্ত হয়েছেন। এ কারণে ওই শাখার গ্রাহকসহ কর্মরত সবার সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকি রোধে লকডাউন করা হয়েছে।
Array