
পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে পাচারকালে ৫০ মন জাটকা ও বহনকারী গাড়ি আটক করেছে কোস্ট গার্ড। অভিযান পরিচালনা করেন- কোস্টগার্ডের এমসিপিও (এক্স) এম নওশের আলী নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা।
জানাযায়, বৃহস্পতিবার কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে কাউখালী বেকুটিয়া ফেরীঘাট থেকে মহিপুর কুয়াকাটা থেকে আসা সাতক্ষীরা-খুলনাগামী মিমজাল (ঢাকা মেট্রো ব-১৫-০৯৯৬)একটি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১৩টি কাটনে ভর্তি ৫০ মন জাটকা মাছ আটক করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষাধীক টাকা।
সরকারকর্তৃক নিষিদ্ধ জাটকা মাছ পরিবহনের অভিযোগে বাসটি কাউখালী থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
আদ্ধারকৃত মাছ কোস্টগার্ড উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা ও মৎস কর্মকার্তার কর্মকার্তার ফনি ভূষণ পাল এর নিকট হস্তান্তর করেন।
পরে মাছগুলো উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় এতিমখানা ও দুঃস্থ অসোহায় মানুষের মাঝে বিতরণ করেন। এর আগেও ১মাস পূর্বে একই কায়দায় এরকম মাছ পাচার হওয়ায় আটক করেছিল কোস্টগার্ড।
Array