ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর -২০২০ : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি ৬ দিনের সরকারী সফরে লালমনিরহাট ও রংপুর যাচ্ছেন কাল। সফলকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
২১ অক্টোবর, বুধবার সকাল ১০টায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি রাজধানীর উত্তরার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন। বেলা ১১টায় ইউএসবাংলা এয়ারলাইন্সের-এর একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। একই সময়ে সড়ক পথে লালমনিরহাট সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর দেড়টায় লালমনিরহাট সার্কিট হাউসে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
২২ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম ডাকবাংলো-তে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিকেল ৫টা থেকে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন তিনি।
২৩ অক্টোবর, শুক্রবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। বিকেল ৫টা থেকেও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন।
২৪ অক্টোবর, শনিবার সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভাস্থ উত্তর সাপ্টানা মদনের চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩টায় রংপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
২৫ অক্টোবর, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ০১টা পর্যন্ত রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। বিকেল ০৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন তিনি।
২৬ অক্টোবর, সোমবার সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউজ থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। দুপুর সাড়ে ১২টায় ইউএস বাংলা এয়ারলাইন্স-এর একটি বিমান যোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। দুপুর দেড়টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির রাজধানীর উত্তরার বাসায় উপস্থিত থাকার কথা রয়েছে।