
কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে শনিবার সকালে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে পরিচালনা পরিষদের সভাপতি তসলিমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। এতে শিক্ষক মো. ইউনুসের সঞ্চালনায় উপজেলা সহকারী (ভুমি) কমিশনার জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমেদ, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসায়, কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসায় স্ব – স্ব প্রতিষ্ঠানের অতিথি, সভাপতি ও সুপার শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করেন।
Array