admin
24th Jan 2019 11:55 pm | অনলাইন সংস্করণ

মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া অবৈধ সার বিক্রির খবর পেয়ে কুতুবদিয়া উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ অভিযান চালিয়ে ইউনিয়া ও টিএসপি সার জব্দ করেছে।
বৃহস্পতিবার দুপুরে কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইল ইউপিনয়নের কিরণ পাড়া গ্রামের জালাল আহমদের ছেলে নুরুল বশর খুচরা কীটনাশক ডিলার অবৈধভাবে সার মজুদ রেখে চড়া দামে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালিয়ে ইউরিয়া সার ১শ কেজি ও টিএসপি ৫০ কেজি সার জব্দ করেছে বলে কৃষি অফিসের উপ-সহকারি সালা উদ্দিন এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
খুচরা কীটনাশক ডিলার সার মজুদ রাখায় ঐ বিক্রেতার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান।
Array