
মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি:
লকডাউনের প্রথম দিনে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার, ধূরুং বাজার, দরবার রাস্তার মাথাসহ বিভিন্ন হাট- বাজার ও সড়কে স্বাস্থ্যবিধি, বিধিনিষেধ মেনে চলার জন্য মাইকিং করেছে থানা পুলিশ।
২৩ জুলাই সকাল থেকে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার এর নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে ও স্বাস্থ্যবিধি মানতে এস আই ফারুক, এএসআই আমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দিতে দেখা যায়।
এসআই ফারুক বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়। সরকারের নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সর্বসাধারণ কোরবানি ঈদ আনন্দ উপভোগ করতে আত্মীয়ের বাড়ি যাচ্ছে, আবার কেউ আসছে, আবার কেউ কেউ বিভিন্ন নিত্যপ্রয়োজনী জিনিস ক্রয় করতে বাজারে যাচ্ছে । কিন্তু গাড়ি চলাচল না থাকায় অপেক্ষা করতেও দেখাযায়। সীমিত পরিসরে রিক্সা চলাচল দেখা গেলেও দিতে হচ্ছে বাড়তি ভাড়া।
এছাড়াও পথচারী সাধারণ জনতার মাঝে আরো লক্ষ্য করা হয়, অসচেতন জনতা প্রশাসনের লোক দেখলেই ভয়ে মুখে মাক্স দেয়।, চলে গেলে মাক্স পকেটে রাখেন।
Array