admin
08th Jun 2021 6:35 pm | অনলাইন সংস্করণ

কুমিল্লার বুড়িচংয় উপজলোয় বিকট শব্দে প্রায় ৭০ হাজার মণ আলুসহ ধসে পড়েছে ৫০ বছরের পুরোনো একটি হিমাগার।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত ‘মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামে ওই হিমাগারটি ধসে পড়ে। চারতলা ভবনের হিমাগারটি প্রায় ৫০ বছর আগে নির্মিত বলে জানা গেছে। তবে এই ধসের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, সকালে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে হিমাগারটি।
খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
তবে কোল্ড স্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পাশে একটি গরুর খামার রয়েছে। ভবন ধসের কারণে সেটিরও ক্ষতি হয়েছে।
Array