
স্টাফ রিপোর্টার : রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাই। প্রথমে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। মোট ৬টি ইউনিটের চেষ্টায় সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগে সোমবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবীদাস ঘাট লেনে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। ধারণা করা হয়, রেস্টুরেন্টে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। একই ভবনের ওপর তলায় পলিথিন ও প্লাস্টিক কারখানা থাকায় মুহূর্তেই তীব্র আকার ধারণ করে আগুন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
পরে বিকেলে আগুন লাগা ভবন থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে চারজনের পরিচয় জানা যায়। তারা হলেনঃ মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. শরিফ (১৫), মো. ওসমান (২৫) ও মোতালেব (১৬)। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, ওই হোটেলটি ২৪ ঘণ্টাই খোলা থাকে। দুই শিফটে কর্মচারীরা ডিউটি করেন। যারা মারা গেছেন তারা রাত্রিকালীন ডিউটি শেষ করে সকালের দিকে হোটেলের মাচানে গিয়ে ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তারা মারা যান।
Array