admin
25th Jun 2021 11:09 pm | অনলাইন সংস্করণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাটে শ্রেষ্ঠত্ব প্রমাণে নেইমারের প্রস্তুতি চলছে বেশ জোরেসোরে। শুনতে একটু অবাক হলেও আসলে এখানে ফুটবল তারকা নেইমারের কথা বলা হয়নি। ঝিনাইদহের কালীগঞ্জে বিশালাকৃতির এক গরুর নাম রাখা হয়েছে ‘নেইমার’। দাম ১৫ লাখ টাকা। বিশাল এই ষাঁড়টি দেখতে আশপাশের মানুষ প্রতিদিনই ভিড় করছেন।
গরুটির মালিক এনামুল হোসেন বলেন, ‘শখের বসে গরুটির নাম রেখেছি ‘নেইমার’। পাশের গাজীর বাজার গরুহাট থেকে দুই বছর আগে দুই লাখ টাকায় কিনেছিলাম। বাবা ও দুই ভাই মিলে গরুটি লালন পালন করেছি।’
‘দুই দাঁত বিশিষ্ট গরুটি এবারের কোরবানিতে ১৫ লাখ টাকায় বিক্রি করতে চান’ বলেও জানান এনামুল হোসেন।
তিনি আরো বলেন, ‘প্রায় এক হাজার কেজি ওজন হবে গরুটির। প্রতিদিন তাকে প্রায় ৫০০ টাকার খাবার দিতে হয়। খাবারের মধ্যে ছোলা, খেসারির ডাল, ভুট্টা, কুঁড়ো, খইল, ভাত ও কাঁচা ঘাস রয়েছে।’
প্রতিবেশি মাসুদ রানা জানান, গরুটি খুব যত্ন করে লালনপালন করেছেন মালিক। এমন গরু এর আগে গ্রামে কখনো দেখিনি।
কালীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান বলেন, ‘উপজেলার মল্লিকপুর গ্রামে বড় একটি ষাঁড় আছে। বিভিন্ন সময় তারা পরামর্শ নিয়েছেন। এ উপজেলায় গরু মোটাতাজাকরণ যারা করছেন, সবাইকে প্রশিক্ষণ দিয়েছি এবং নিরাপদ মাংস উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শও দেয়া হয়েছে।’
Array