admin
20th Nov 2018 7:21 pm | অনলাইন সংস্করণ

ব্রিসবেনের গাব্বায় ভারতীয় দলের অনুশীলনে হাজির সোমবার হাজির হন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। বিসিসিআইয়ের টুইটে একটি ছবিতে দেখা গেছে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলছেন তিনি।
ছবিতে দুজনেই হাসছেন। যা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উত্তাপের কোনো রেশ দেখা গেল না কোহলি-গিলক্রিস্টের ছবিতে। বরং এক বেসরকারি চ্যানেলের হয়ে বিরাটের সাক্ষাৎকারও নেন গিলক্রিস্ট।
কোহালির সঙ্গে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অ্যাডাম গিলক্রিস্ট লিখেন, কিছুটা সময় কাটালাম কিংবদন্তির সঙ্গে। দুরন্ত আত্মবিশ্বাস, গভীর ভাবনা চিন্তার ছাপ দেখলাম। ওর সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভাল লাগল। ধন্যবাদ, বিরাট কোহলি। তোমাকে একদিন খাওয়াতে হবে। ইন্টারভিউটা আসছে।’
শুধু তাই নয় এই একই কথা লিখে টুইটও করেছেন গিলক্রিস্ট।
Array